মূক-বধির যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার নেই

rapeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ মেঘলিপাড়া চা বাগান এলাকায় মূকবধির এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অভিযুক্ত যুবক চন্দন তাঁতির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷ তবে পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি বলে জানা গিয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের সন্ধ্যায় দুই বান্ধবীর সাথে বাড়ি থেকে বেড়িয়েছিল ঐ যুবতী৷ ২২ বছর বয়সী ঐ মেয়েটি রাণীরবাজার থানার অধীন মেঘলিপাড়া চা বাগান এলাকার বাসিন্দা৷ সন্ধ্যা হয়ে যায় এদিক ওদিক ঘুরাফেরার পর৷ তার অন্য দুই বান্ধবী বাড়ি চলে যায়৷ চা বাগামের নির্জন পথ দিয়ে একাই বাড়ি ফিরছিল ঐ যুবতী৷ পথে এলাকারই চন্দন তাঁতি নামে এক যুবক তার পথ আগলে দাঁড়ায়৷ মেয়েটিকে মুখে চাপা দিয়ে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে চন্দন ঐ যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায়৷ পরে মেয়েটি বাড়িতে গিয়ে গোটা বিষয়টি তার পরিবারের লোকজনকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়৷ পরে পরিবারের লোকজন শাসক দলের স্থানীয় নেতাদের কাছে জানায়৷ তারা তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়েই ঐ যুবতীর পরিবারের লোকজন বিষয়টি রাণীরবাজার থানায় অভিযোগ করে৷ পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *