অনলাইন ট্রেডিং কা‌ন্ডে আসামের বদরপুর পু‌লি‌শের জা‌লে আটক দুই

আগরতলা, ১০ মার্চ : অনলাইন ট্রেডিং কা‌ন্ডে আসামের বদরপুর পু‌লি‌শের জা‌লে আটক করা হয়েছে দুইজনকে। অনলাইন ট্ৰেডিং‌য়ের মাধ‌্যমে আসামের শ্রীভূ‌মি জেলায় প্রায় চার’শ কোটি টাকার প্রতারনার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। এ নি‌য়ে গত কিছু‌দিন ধ‌রে দফায় দফায় অ‌ভিযান চালা‌চ্ছে পু‌লিশ।এ‌তে সফলতাও আস‌ছে।

এবার এ কা‌ন্ডে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে বদরপুর পু‌লিশ অ‌ভিযা‌নে নে‌মে শাকিব এন্ড কোম্পানীর দুই মাস্টার মাইন্ড‌কে আটক ক‌রে। এ মর্মে বদরপুর থানার ও‌সি উত্তম অ‌ধিকা‌রি জানান যে র‌বিবার রা‌তে পু‌লি‌শের অ‌ভিযা‌নে গ্রেফতার হওয়া পান্ডা‌দের নাম মুজাক্কির আহমদ ও শাহানুলআলম লস্কর। তা‌দের বা‌ড়ি যথাক্রমে আসামের শ্রীভূ‌মির বদরপুর ও হাইলাকা‌ন্দি‌র কাটলিছড়ায়। পু‌লিশ ধৃত‌দের কাছ থে‌কে এক‌টি কা‌লো রং‌য়ের বিলাসবহুল গাড়িও বা‌জেয়াপ্ত ক‌রে‌ছে। পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে ৪৪/২৫ নম্ব‌রে এক‌টি মামলা হা‌তে নি‌য়ে‌ তদন্ত চা‌লি‌য়ে যা‌চ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *