কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): কুমিল্লায় ইসকনের নামগান বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার সকালে এক্সবার্তায় তিনি মাইকের আজান নিয়ে প্রশ্ন তুলেছেন।
তথাগতবাবু লিখেছেন, “আমার পূর্বপুরুষের বাসভূমি কুমিল্লায় বাংলাদেশের সেনাবাহিনী বন্দুক উঁচিয়ে ইস্কনের নামগান বন্ধ করে দিল। কারণ, ইস্কন নাকি জঙ্গি সংগঠন।
এবার আমি জিজ্ঞাসা করি (আগেও করেছি) শেষরাত্রে ষাঁড়ের মত চীৎকার করে মাইকে আজান দিয়ে হিন্দুদের ঘুম ভাঙ্গানো কবে বন্ধ হবে? মাইকে আজান দেবার কথা কোরানেও নেই, কোনো হাদিসেও নেই, কারণ মহম্মদের সময় মাইক ছিল না।” এই সঙ্গে তিনি সংবাদপত্রে প্রকাশিত ইসকনের নামগান বন্ধের দুটি খবরের প্রকাশিত অংশ যুক্ত করে দিয়েছেন।