2023-12-04
মিজোরামে পরিবর্তনের ইঙ্গিত, এগিয়ে জেডপিএম
Previous Post: মিজোরামে এমএনএফ এবং জেডপিএম-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
আগরতলা, ৪ ডিসেম্বর : মিজোরামে ক্ষমতার পরিবর্তন হতে চলেছে, য়েউ মুহুর্তের খবরেই এমনটাই ইঙ্গিত মিলেছে। জোরাম পিপলস মুভমেন্ট ২০টি আসনে এগিয়ে গেছে। অন্যদিকে, ১০ বছর টানা ক্ষমতায় থাকা মিজো ন্যাশনাল ফ্রন্ট মাত্র ৮টি এগিয়ে রয়েছে। ব্যবধান ক্রমশ বাড়ছে, তাই মিজোরামে ক্ষমতার পালাবদল হবে বলেই মনে হচ্ছে।
Designed using Magazine News Byte. Powered by WordPress.