মাৰ্ঘেরিটা (অসম), ২ নভেম্বর (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত মাৰ্ঘেরিটায় বুনো হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে জনৈক প্রৌঢ়ের। নিহত প্রৌঢ়কে মাকুম কিল্লার বাসিন্দা বছর ৭৫-এর জনৈক দাউদ পুৰ্তি বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ডিগবয় ফরেস্ট ডিভিশনের অন্তৰ্গত উত্তর মাৰ্ঘেরিটা রেঞ্জ ফরেস্ট এলাকাধীন নিজমাকুম কিল্লায় খাদ্যের সন্ধানে জঙ্গল থেকে দুটি বুনো হাতি জনপদে এসে উপদ্রব সৃষ্টি করেছিল। আজ বৃহস্পতিবার সকালে নিজমাকুম কিল্লা গ্ৰামে বুনো হাতির মখোমুখি হয়ে যান দাউদ পুর্তি। তখন তাঁকে একটি হাতি শূঁড় দিয়ে প্যাঁচিয়ে উপরে তুলে আছড়ে মেরে ফেলে।
ঘটনার খবর পেয়ে একটু দেরিতে হলেও দলবল ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান রেঞ্জ ফরেস্ট অফিসার। প্রাথমিক এনকুয়েস্ট করে পুলিশ নিহত দাউদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।