নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ আবারও দলবদল৷ পাহাড় সমতল সর্বতই চলছে দলবদলের হিড়িক৷ প্রতিদিন কোন না কোন বুথে দলে দলে মানুষ যোগদান করছেন ভারতীয় জনতা পার্টিতে৷ মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে নিজেদেরকে শামিল করতে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে পদ্ম শিবিরের শামিল হচ্ছে মানুষ, দাবি শাসকদলের৷ মঙ্গলবার বিকেলে জাম্বুরা এলাকায় ৪টি বুথে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের জাম্বুর এলাকায় চারটি বুথের ১১৩ পরিবারের ৩৪৫ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভাজপাতে যোগদান করেন৷ এই দিন দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার৷ যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সহ-সভাপতি প্রণব বিশ্বাস, জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দেবনাথ, জাম্বুর এলাকা চারটি বুথের শক্তি কেন্দ্রের কো-অর্ডিনেটর স্বপন দেবনাথ এবং চারটি বুথের বুথ সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা৷ যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি বলেন মোদিজীর নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে ২০১৪ সালের পূর্বে এবং ২০১৪ সালের পরবর্তী সময় দেখুন এবং বিচার বিশ্লেষণ করুন দেশের প্রগতি ও বিকাশের ক্ষেত্রে আকাশ পাতাল ফারাক৷ মোদিজীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের লক্ষে এগিয়ে যাচ্ছে৷ বিশ্ব দরবারে আজ ভারত সমাদৃত হচ্ছে৷ অর্থনৈতিক ভাবে ভারত বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে৷ ডক্টর মানিক সাহা নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছেন৷ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ সরকারের সুযোগ সুবিধা মানুষ এখন ঘরে বসে পেয়ে যাচ্ছে তার জন্য মিছিল মিটিং এ যেতে হয় না৷ মানুষের সার্বিক কল্যাণে সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে৷ আসুন সবাই মিলে উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হই এবং আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দান করে মোদিজীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি৷
2023-07-11