ক্যানিং, ২৫ মার্চ (হি. স.) : ফের ক্যানিং এলাকায় বেআইনি মাটি বোঝায় গাড়ি চালানোর ঘটনায় আটক হলেন এক ট্রাক চালক। ধৃতের নাম মঙ্গল মণ্ডল। শনিবার সকালে ক্যানিংয়ের বাহিরসোনা এলাকা থেকে আটক করা হয় তাঁকে। আটক করা হয়েছে ট্রাকটিকেও।
প্রসঙ্গত উল্লেখ্য, ক্যানিং এলাকায় বেআইনি মাটির গাড়ি বন্ধের জন্য মাসখানেক আগে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তারপর থেকেই ক্যানিং থানার পুলিশ এ বিষয়ে লাগাতার অভিযান চালাচ্ছে। শনিবার সকালেও এই অভিযান চালিয়ে একটি মাটি বোঝাই ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

