ওয়াশিংটন, ২৮ ডিসেম্বর (হি.স.) : আমেরিকায় প্রবল ঠাণ্ডা ও তুষারঝড়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। ভয়াবহ শীতকালীন তুষারঝড়ে বিধ্বস্ত গোটা আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশের অধিকাংশ এলাকা ঠান্ডায় জমে গিয়েছে। তাপমাত্রার পারদ নামতে নামতে পৌঁছে গিয়েছে হিমাঙ্কের অনেক নীচে।
আমেরিকায় তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাফেলো প্রদেশ। সেখান থেকেই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। গাড়ির ভিতর, বরফের নীচে, কোথাও আবার বাড়ির মধ্যে থেকেও পাওয়া গিয়েছে মৃতদেহ। টানা ৫ থেকে ৬ দিন প্রবল তুষারঝড়ের সাক্ষী থেকেছে আমেরিকা। যার ফলে দেশের নানা প্রান্তে পুরু বরফের স্তর জমে গিয়েছে।

