নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে গত কয়েক ঘন্টার ব্যবধানে পাঁচটি পৃথক দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আরো পাঁচজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পথচারী সহ যাত্রী সাধারণের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে৷ ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর কার্যত কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত৷ সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ করে সচেতনতার নামে গলা উচিয়ে বক্তব্য রেখেই নেতা মন্ত্রী আমলারা দায়িত্ব খালাস করে চলেছেন৷ প্রকৃতপক্ষে দুর্ঘটনা এড়ানোর জন্য কঠোর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ এর ফলে দুর্ঘটনার হার ক্রমশ বেড়েই চলেছে৷
গত কয়েক ঘন্টার ব্যবধানে রাজ্যে পাঁচটি পথ দুর্ঘটনা ঘটেছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আমতলী থানা এলাকার সিদ্ধি আশ্রমে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে দ্রুতগামী একটি স্করপিও গাড়ি রাস্তার পাশে রিটেনিং ওয়াল ভেঙ্গে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়৷ মৃত চালকের নাম নবেন্দু বিকাশ দে (৩৪)৷ বাড়ি উজান অভয়নগর৷ গাড়িটির নম্বর টিআর০১-জেড-০৪৬০৷ গাড়িটি সাব্রুম থেকে আগরতলার দিকে আসছিল৷ ভোর রাতে দাবমান এই গাড়ির চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারাতেই রাস্তার পাশে পড়ে গিয়ে গাড়িটি দুমড়েমুচড়ে যায়৷ তাতে ঘটনাস্থলেই চালকেরও মৃত্যু হয়৷ অবশ্য গাড়িতে অন্য কেউ ছিলেন না৷ ফলে, প্রাণহানির সংখ্যা বাড়েনি৷ ঘটনার খবর পেয়ে ভোর রাতেই দমকল বাহিনী এবং আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷
জিরানিয়ার বেলবাড়ি এলাকায় গতকাল রাতে একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় এক পথচারী গুরুতরভাবে আহত হয়েছেন৷ তার নাম সুনীল দেববর্মা(৫৬)৷ বাড়ি বেলবাড়ি এলাকায়৷ তিনি জিরানিয়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন৷ হেঁটে বাড়িতে ফেরার সময় শান্তিকালী আশ্রম সংলগ্ণ এলাকায় একটি দ্রুতগামী বাইক পথচারী সুনীল দেববর্মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ রাতে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ এব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ তবে বাইকটির হদিশ মিলেনি৷
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার চিত্তামারা এলাকায় গতকাল রাত নয়টা নাগাদ একটি দ্রুতগামী ম্যাক্স গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ তার নাম গোবিন্দ দেবনাথ (৪০)৷ পেশায় কৃষক৷ তিনি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন৷ বাড়িতে ফেরার পথেই ম্যাক্স গাড়িটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ বিলোনিয়া থানায় এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷এক্ষেত্রেও গাড়িটির কোন হদিশ পায়নি পুলিশ৷
গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর এলাকায় আজ সকাল নাগাদ বালি পরিবহনকারী একটি লরি একটি অটো রিক্সাকে ধাক্কা দেয়৷ তাতে অটো চালক সহ দুজন গুরুতরভাবে আহত হন৷ দ্রুতবেগে বাঁক নেওয়ার সময়ই নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় লরিটি অটো রিক্সাকে ধাক্কা দেয়৷ তাতে অটো রিক্সার চালক সুমিত শর্মা এবং যাত্রী দুলাল রায় গুরুতরভাবে আহত হন৷ তাদেরকে দমকল বাহিনী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে৷ অবস্থাসংকটজনক হওয়ায় সেখান থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়৷ এক্ষেত্রেও পুলিশ মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
এদিকে, বাইক দুর্ঘটনায় আহত দুই যুবকের মধ্যে মারা যায় দুর্গানগরের যুবক তাপস পাল(২৮)৷ রবিবার বিকেলে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে তাপস শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ আজ বিকেলে তাপসের মরদেহ খোয়াই দুর্গানগরস্থিত নিজ বাড়িতে নিয়ে এলে কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবারের লোকজন৷ পাড়া প্রতিবেশী ও আত্মীয় পরিজনেরা৷ দুর্ঘটনাটি ঘটেছিল গত ২৯ জানুয়ারি শুক্রবার রাতে৷ এই দুর্ঘটনায় দ্বিতীয় গুরুতর জখম যুবক তথা বাইক আরোহী প্রণব বসুকে গতকাল জিবি হাসপাতাল থেকে বর্হিরাজ্যে পাঠানো হলে এদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়৷
2016-02-02

