Hanging Body : দিনহাটায় উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ

দিনহাটা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : কোচবিহারে উদ্ধার বৃদ্ধা মা ও তাঁর ছেলের ঝুলন্ত দেহ । রবিবার কোচবিহারের দিনহাটা ২ ব্লকের গোবড়াছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খারিজা দশগ্রাম এলাকায়। দেহ দু’টিকে উদ্ধার করেছে নয়ারহাট ফাঁড়ির পুলিশ। রবিবাসরীয় সকালের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম রসবালা বর্মন (৭২) ও তাঁর ছেলের নাম অমূল্য বর্মন (৫৫)।অমূল্যবাবু তাঁর বৃদ্ধা মা ও এক মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। অমূল্যবাবুর স্ত্রী ও ছেলে ভিনরাজ্যে কাজ করেন। এদিন সকালে ঘর থেকে অমূল্যবাবু ও তাঁর বৃদ্ধা মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *