কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): নাইট ডিউটি সেরে ফিরছিলেন বাড়ি, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায় সেই গাড়ি। সেক্টর ফাইভ থেকে নিউটাউন যাওয়ার পথে, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ উইপ্রো মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। বেসরকারি সংস্থার কর্মীর গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লাগে। অল্পের জন্য রক্ষা পান দুই গাড়ির চালক। এর জেরে বেশ কিছুক্ষণ উইপ্রো মোড়ে যান চলাচল ব্যাহত হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ভোর তখন পাঁচটা হবে, দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। একটি গাড়ি সংঘর্ষের জেরে উল্টে যায়। সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। গাড়ির দু’জন চালকই অল্পের জন্য রক্ষা পেয়েছেন।