দেশে স্বাস্থ্য সুবিধার উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

বারাণসী, ২৫ অক্টোবর (হি.স.): দেশে স্বাস্থ্য সুবিধার উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছি। উত্তর প্রদেশের বারাণসী থেকে সমগ্র দেশবাসীকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে এমন একটি সরকার রয়েছে, যে সরকার দরিদ্র, নিম্নবিত্ত, নিপীড়িত, পিছিয়ে পড়া, মধ্যবিত্ত সকলেরই কষ্ট বোঝে।” পূর্বতন সরকারকে আক্রমণ করে মোদী বলেছেন, “দীর্ঘ সময়ের জন্য যাঁদের সরকার ছিল দেশে, তাঁরা দেশের হেলথ কেয়ার সিস্টেমের সম্পূর্ণ উন্নয়নের পরিবর্তে, সেই সুবিধা থেকে বঞ্চিত করেছে।”

সোমবার দুপুরে বারাণসীতে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন ও অপারেশনাল গাইডলাইন প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে, ১০০ কোটি টিকার ডোজ দিয়ে বড় মাইলফলক অর্জন করেছে ভারত। বাবা বিশ্বনাথ ও মা গঙ্গার আশীর্বাদে এবং কাশীর জনগণের বিশ্বাসে ‘সবাইকে টিকা, বিনামূল্যে টিকা’-র অভিযানে সফলভাবে এগিয়ে যাচ্ছে ভারত।” প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশের স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়নি, যা দেশের প্রয়োজন ছিল। দীর্ঘ সময়ের জন্য যাঁদের সরকার ছিল দেশে, তাঁরা দেশের হেলথ কেয়ার সিস্টেমের সম্পূর্ণ উন্নয়নের পরিবর্তে, সেই সুবিধা থেকে বঞ্চিত করেছে। কাশীর ইন্ফ্রাস্ট্রাকচারের সঙ্গে সম্পর্কিত প্রায় ৫ হাজার কোটি টাকার প্রোজেক্টের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাস্তা, ঘাটের সৌন্দর্য, গঙ্গার পরিচ্ছন্নতা, সেতু, পার্কিং স্থল, ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন-এর সঙ্গে সম্পর্কিত অনেক সুবিধা রয়েছে।”

আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের হেলথ কেয়ার সিস্টেমে যে অভাব ছিল, তা দরিদ্র ও মধ্যবিত্তদের চিকিৎসার বিষয়ে চিন্তা তৈরি করত। আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন দেশের হেলথ কেয়ার সিস্টেমের সেই অভাব দূর করার একটি সমাধান। আয়ুষ্মান ভারত যোজনার সৌজন্যে ২ কোটির বেশি দরিদ্রদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয়েছে। চিকিৎসার সঙ্গে যুক্ত অনেক চিন্তা দূর হয়েছে।…বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে এমন একটি সরকার রয়েছে, যে সরকার দরিদ্র, নিম্নবিত্ত, নিপীড়িত, পিছিয়ে পড়া, মধ্যবিত্ত সকলের কষ্ট বোঝে। দেশে স্বাস্থ্য সুবিধার উন্নয়নে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।”