লখনউ, ২৩ অক্টোবর (হি.স.): বদলে যাচ্ছে উত্তর প্রদেশের ফৈজাবাদ জংশন রেল স্টেশনের নাম। এই স্টেশনের নাম রাখা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। ফৈজাবাদ জংশন রেল স্টেশনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ফৈজাবাদ জংশন রেল স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখার সিদ্ধান্ত নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রায় ৩ বছর আগে ফৈজাবাদ জেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল অযোধ্যা। এবার ফৈজাবাদ রেল স্টেশনের নামও মন্দির শহরের নামে রাখা হচ্ছে। শনিবার টুইট করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ফৈজাবাদ জংশন রেল স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।