মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.): মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি)-র দফতরে হাজিরা দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। শনিবার সকাল দশটা নাগাদ হাতে খাম নিয়ে দক্ষিণ মুম্বইয়ের ব্যালার্ড এস্টেটে এনসিবি-র দফতরে আসনে পূজা। প্রায় এক-ঘন্টা এনসিবি দফতরে ছিলেন শাহরুখের ম্যানেজার। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি না হয়েই তিনি চলে যান।
সূত্রের খবর, শাহরুখ পুত্রের অতীত চিকিৎসার নথি, তাঁর শিক্ষাগত যোগ্যতার নথি যাচাই করার জন্যই পূজাকে তলব করা হয়েছে। পূজা শুধু শাহরুখের দীর্ঘ দিনের সহায়ক নন, আরিয়ানেরও ঘনিষ্ঠ। পূজার আগে শাহরুখের গাড়িচালকদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, আরিয়ানের ঘনিষ্ঠ কোনও ব্যক্তি তাঁকে মাদক সরবরাবহ করতেন কি না, তারই অনুসন্ধান করছেন গোয়েন্দারা। সেই সূত্রে পূজা বা শহরুখের গাড়িচালকে জিজ্ঞাসাবাদ।