“নতুন ভারতকে রূপান্তরিত করছেন অমিত শাহ”—শুভেন্দু অধিকারী

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.) :“নতুন ভারতকে রূপান্তরিত করছেন অমিত শাহ”। শুক্রবার তাঁর জন্মদিনের বার্তায় এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু টুইটে লেখেন, “আমার হৃদয়ের অন্তস্থল থেকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ভারতকে শক্তিশালী করার জন্য আপনার প্রচেষ্টা স্মরণ করি। আমাদের জাতির জন্য যুদ্ধে শক্তি সহকারে লড়াই করে নতুন ভারতকে রূপান্তরিত করছেন। ইশ্বর আপনাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।“

অমিত অনিলচন্দ্র শাহ (জন্ম ২২ অক্টোবর ১৯৬৪) একজন ভারতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ২০১৪ সালের ৯ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *