ওয়াশিংটন, ২২ অক্টোবর (হি.স.): চিনের হাত থেকে তাইওয়ানকে রক্ষা করতে বদ্ধপরিকর আমেরিকা। জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, “চিনের হাত থেকে তাইওয়ানকে রক্ষা করবে আমেরিকা।” পাল্টা আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে তাইওয়ানের বিষয়ে সাবধানতার সঙ্গে কাজ করতে বলেছে চিন। শুক্রবার চিন জানিয়েছে, “আপোষের কোনও স্থান নেই।”
তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এসেছে চিন। সাম্প্রতিককালে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন থেকে শুরু করে একাধিক সামরিক প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি জটিলও করে তুলেছে চিন। তাইওয়ান নিজেদের স্বাধীনতা হারানোর ভয়ে রয়েছে। এহেন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, চিনের হাত থেকে তাইওয়ানকে রক্ষা করতে বদ্ধপরিকর আমেরিকা। আমেরিকাকেও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চিন।