মুম্বই, ১৮ অক্টোবর (হি. স.) : নিজের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতার ওপর নির্ভর করে টিকা নেননি অভিনেত্রী পূজা বেদী। তবে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট করে জানান, ‘আমি কোভিড পজিটিভ। আমি টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক হওয়ার জন্য অন্য পন্থা অবলম্বন করছি আমি। আপনার নিজের জন্য যা ঠিক বলে মনে হয় তাই করবেন। প্যানিক করার কিচ্ছু নেই।’ পূজা আরও জানান, এই মুহূর্তে যা যা করণীয় তার সবকিছুই মেনে চলছেন তিনি। আয়ুর্বেদের উপর ভরসা রাখছেন। ফল খাচ্ছেন বেশি করে, নিচ্ছেন ভাপ। এ ছাড়াও এই মুহূর্তে আখের রস খাচ্ছে ঘনঘন।
পূজার প্রেমিক এবং পরিচারিকাও করোনা আক্রান্ত হয়েছেন।পূজার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসা মাত্রই শ্রুতি শেঠ, নফিসা আলি সোধি, সচিন শ্রফের মত একাধিক বলি তারকা তাঁর দ্রুত আরোগ্যের কামনা করেছেন।