কাঠমান্ডু, ১৮ অক্টোবর (হি.স.): পরপর দু’বার হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। নেপালের সময় অনুযায়ী, প্রথমে দুপুর ১.৪৬ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ৩.২৩ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার কম্পন টের পাওয়া যায়।
নেপালের ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র জানিয়েছে, ৪.৭ তীব্রতার ভূমিকম্পের উৎসস্থল ছিল সিন্ধুপালচকের পাংফুঙয়ে এবং ৪.০ তীব্রতার ভূমিকম্পের উৎসস্থল ছিল সিন্ধুপালচকের হাগামে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
2021-10-18