কলকাতা, ১৮ অক্টোবর (হি স)। বাংলাদেশে অশান্তি দমনে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা জানালেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তথাগতবাবু লিখেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানালেন ‘‘গত কয়েক দিনের হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত। দেশের শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাওয়া কিছু কায়েমি স্বার্থের মানুষ এই কাজ করছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’’ হামলার ঘটনায় ইতিমধ্যেই চার হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ”।
এই কথা বিশ্বাসযোগ্য। কারণ হিন্দুদের আঘাত করার পিছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো স্বার্থ থাকতে পারে না। তবে আওয়ামী লীগের ভিতরেই মৌলবাদী হিন্দুবিরোধী, বা হিন্দুর সম্পত্তির জন্য লোভাতুর মানুষের কোনো অভাব নেই, যেমনি বিজেপির মধ্যে বিজেপি-বিরোধী বা নারী-লোভাতুর লোকের কোনো অভাব নেই। আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলাম-সদৃশ কিছু মৌলবাদী গোষ্ঠী জুড়ে আছে, তারাও যতরকমভাবে সম্ভব, আওয়ামী লীগকে মৌলবাদের দিকে টেনে নিয়ে যাবার চেষ্টা কবে।সব দোষ সত্ত্বেও শেষ বিচারে হিন্দুদের পক্ষে সবচেয়ে ভরসার মানুষ শেখ হাসিনা-ই, আর কেউ নন। ওঁর উচিত শক্ত হাতে এই সব অপশক্তির মোকাবিলা করা। এবং আমার বিশ্বাস, উনি তা পারবেন। গ্রেনেড হামলার থেকে বেঁচে গেছেন, বিডিআর-বিদ্রোহও দমন করেছেন। উনি পারবেন, উনিই পারবেন।“