People suffer while walking : উদাসীনতার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার সাধারণ জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৬ অক্টোবর।। সাবরুম নগর প্রশাসনের উদাসীনতার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার সাধারণ জনগণ। সাব্রুম মহাকুমায় সাব্রুম নগর পঞ্চায়েতের ০৭-নং এবং ০৮-নং ওয়ার্ডের মধ্য দিয়ে সাব্রুম বাজার হয়ে লুধুয়া, বৈষ্ণবপুর ও মাগরুম যাবার একমাত্র রাস্তাটির কিছু কিছু জায়গা মারাত্মকভাবে ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। এর মধ্যে সাব্রুম নগর পঞ্চায়েতের দুইটি ওয়ার্ডের মধ্য দিয়ে কমলারজোত এলাকাতে খুবই ভগ্নদশায় পরিণত হয়েছে। নগর পঞ্চায়েতের লোকজনদের অভিযোগ রাস্তা ভগ্নদশায় পরিণত হয়েছে ।

তাতে জনগণের চলাচলে কষ্ট হচ্ছে । পাশাপাশি রাস্তার পাশে যে বিদ্যুতের খুঁটি রয়েছে ঐ খুঁটি গুলিতে লাইট জলে না। শুধু তাই নয় ,অল্প একটু বৃষ্টি হলেই ঐ স্থানে কোমর জল জমে যায়। তখন চলাচল একেবারে বন্ধ হয়ে পড়ে। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন ছোট-বড় গাড়ি , বাইক ও বাইসাইকেল থেকে শুরু করে শত শত লোকজনরা চলাচল করতে হয় । এটি সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড এর লোকজনরা, লুধুয়া, বৈষ্ণবপুর, মাগ্রুম যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা। এ নিয়ে সাব্রুমের নগর প্রশাসন কুম্ভ নিদ্রায় রয়েছে। নগরের সাধারণ লোকজনরা বহুবার স্থানীয় বিধায়ক থেকে শুরু করে নগর প্রশাসনকে জানানোর পরও কোন প্রকার হেলদোল নেই। এতে নগর পঞ্চায়েতে ও অন্যান্য এলাকার লোকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে ।অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *