আগরতলা, ১৮ অক্টোবর: আজ সকালে বাধারঘাট রেলস্টেশনের পার্সেল কাউন্টারের সামনে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে দেহটি ওই স্থানে পড়েছিল, অথচ পুলিশ বা রেল কর্তৃপক্ষ তেমন কোনও তৎপরতা দেখায়নি।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিষয়টি স্টেশন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হলেও দীর্ঘ সময় ধরে শুধু তালবাহানা চলেছে। দেহ উদ্ধারে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা।
দেহটির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ জানায়, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, নিয়মিতভাবে স্টেশন এলাকায় ভবঘুরে ও নেশাগ্রস্ত ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করা যায় এটি সেই চিত্রেরই এক করুণ পরিণতি হতে পারে।

