১২টি দেশকে শুল্কচিঠি পাঠাবে আমেরিকা, সোমবার ঘোষণা করবেন ট্রাম্প

নয়াদিল্লি/ওয়াশিংটন, ৫ জুলাই : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ১২টি দেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপ সংক্রান্ত চিঠিতে সই করেছেন। আগামী সোমবার ৭ জুলাই ওই চিঠিগুলি পাঠানো হবে।

এয়ার ফোর্স ওয়ানে উঠার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমি কিছু চিঠিতে সই করেছি, সেগুলো সোমবার পাঠানো হবে, হয়তো ১২টা দেশের জন্য। প্রত্যেকটির জন্য আলাদা হারে শুল্ক ধার্য করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, চিঠি পাঠানোই ভালো, এতে কাজটা সহজ হয়। অবশ্য ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই পারস্পরিক শুল্ক কিছু দেশের জন্য ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে পারে।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ হারে বেস শুল্ক ঘোষণা করেছিলেন। নির্দিষ্ট কিছু দেশের জন্য আরও বেশি হারে শুল্ক নির্ধারণ করা হলেও, তা ৯ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

এদিকে, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে আমেরিকা ইতিমধ্যেই বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে। কিন্তু ভারতের সঙ্গে এখনও কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ওয়াশিংটনে আলোচনায় অংশ নিয়েছিল। তবে কৃষি ও দুগ্ধ পণ্যের বাজারে মার্কিন প্রবেশাধিকার নিয়ে মতানৈক্যের কারণে কোনও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি।

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট জানিয়েছেন, ভারত কখনও কোনও সময়সীমার চাপে পড়ে বাণিজ্য চুক্তি করে না। জাতীয় স্বার্থের দিকটি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি দিল্লিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, আমরা আন্তরিকভাবে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। তবে সেটা ভারতের কৃষক ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই হবে।

মার্কিন কৃষি ও দুগ্ধপণ্যের বাজারে প্রবেশ ভারতের জন্য একটি স্পর্শকাতর বিষয়। কারণ এটি দেশের ছোট কৃষকদের জীবিকার সঙ্গে জড়িত। ভারত চাইছে, শ্রমনির্ভর রপ্তানিপণ্য যেমন টেক্সটাইল, চামড়া ও জুতো ইত্যাদির উপর যুক্তরাষ্ট্র যেন শুল্ক ছাড় দেয়। সেইসঙ্গে, ২৬ শতাংশ ট্রাম্প-ঘোষিত শুল্ক থেকে অব্যাহতি পাওয়ার লক্ষ্যে ভারতের চেষ্টা চালু রয়েছে। যদিও প্রশাসনিক স্তরে চুক্তি হয়নি। তবুও আশা করা হচ্ছে ৯ জুলাইয়ের মধ্যে একটি অস্থায়ী চুক্তি হতে পারে, যা উভয় দেশের স্বার্থ রক্ষা করবে।

Leave a Reply