আগরতলা, ৫ জুলাই : সাজা ঘোষণার পূর্বেই আদালত থেকে পালিয়েছে আসামী। প্রায় চব্বিশ ঘণ্টা পর অভিযুক্তকে ফের গ্রেফতার করে আদালতে আনার পর বিচারক অভিযুক্তের বিরুদ্ধে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ছয় বছরের নাবালিকার সাথে শ্লীলতাহানির ঘটনায় একত্রিশ বছরের এক যুবকের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঊনকোটি জেলার স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং। এব্যাপারে ঊনকোটি জেলা আদালতের গর্ভমেন্ট প্লিডার তথা সরকারি আইনজীবী সন্দিপ দেবরায় জানান যে, ২০২২ সালের ৯ এপ্রিল ঊনকোটি জেলার পেচারতল থানার অন্তর্গত নালকাটা গ্রামের ছয় বছরের এক নাবালিকা তার দাদু এবং তার এক বোনের সাথে বাসন্তী পুজোতে ছিলো। এবং বাসন্তি পুজোতে ব্যান্ড পার্টি তথা বাজনা বাজানোর এক দলও ছিলো।
ব্যান্ড পার্টির সদস্যদের থাকার জন্য বাড়িতে আলাদা ঘর দেওয়া হয়েছিলো। সেদিন রাত্রিবেলা ব্যান্ড পার্টির এক সদস্য সমর শব্দকর ছয় বছরের নাবালিকাকে ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে শরীরের আপত্তিকর জায়গায় হাত দেয় এবং নাবালিকার রক্তক্ষরণ হয়। এই দৃশ্য নাবালিকার বোন দেখে চিৎকার চেচামেচি করলে সমর শব্দকর পালিয়ে যায় এবং ছয় বছরের নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে সেদিন রাতেই অর্থাৎ ১০ এপ্রিল রাতে সমর শব্দকরের বিরুদ্ধে পেচারতল থানায় লিখিত অভিযোগ করেছিলো নাবালিকার বাবা। ১০ এপ্রিল পেঁচারথল থানার পুলিশ অভিযুক্ত সমর শব্দকরকে গ্রেফতার করে। অভিযুক্ত সমর শব্দকরের বাড়ি ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত রাধানগর গ্রামে।
মামলার তদন্তকারী অফিসার বিভাস চন্দ্র নাথ মামলার চার্জশিট ২০২২ সালের ২৯ এপ্রিল আদালতে জমা দেয় এবং মামলায় মোট চৌদ্দ জন অভিযুক্ত সমর শব্দকরের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যদান করেন। আদালতে সরকার পক্ষের আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন পাবলিক পসিকিউটর সুনির্মিল দেব। দীর্ঘ তিন বছর আদালতে মামলা চলার পর অবশেষে ৪ জুলাই শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং রায়দান করবেন বলে সবকিছু চূড়ান্ত ছিলো। শুক্রবার সমর শব্দকর সকাল সোয়া দশটায় আদালতে নিজে হাজিরা ফর্মও জমা দিয়েছিলো। কিন্তু, ৪ জুলাই শুক্রবার দুপুরে মামলার রায় ঘোষণার কিছুক্ষন পূর্বে অভিযুক্ত সমর শব্দকর আদালত থেকে পালিয়ে যায়। শুরু হয় সমর শব্দকরকে খোঁজাখুঁজি। কিন্তু সমরকে আদালত চত্বরে না পাওয়ায় বিচারক ৪ জুলাই আদালতে রায়দান স্থগিত রাখেন।
পরবর্তী সময়ে ফটিকরায় থানার পুলিশ চার জুলাই গভীর রাতে সমরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পাঁচ জুলাই শনিবার আদালতে হাজির করার পর বিচারক অমরেন্দ্র কুমার সিং ৩৭৬এবি এবং পকসো আইনে সমর শব্দকরকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেন পনেরো হাজায় টাকা ফাইন করেন, অনাদায়ে তিন মাসের জেল দেন বিচারক।