তেলিয়ামুড়া, ২২ জুন : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর, মুঙ্গিয়াকামি সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্য হাতির সমস্যা যেন এক নিত্যসঙ্গী। নতুন কোনো ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে এই বন্য প্রাণীর তাণ্ডবে একাধিক প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে। এর পাশাপাশি প্রতিনিয়ত সাধারণ মানুষের বাড়িঘর এবং কৃষি জমিতে হাতির আক্রমণ লেগেই আছে।
প্রশাসন বারবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও, হাতি উপদ্রুত এলাকার সাধারণ মানুষের বক্তব্য, হাতির সমস্যা নিরসনে প্রশাসন সঠিক ভূমিকা পালন করতে পারছে না।
রবিবার ভোর আনুমানিক ৩টা নাগাদ উত্তর কৃষ্ণপুর এলাকায় হাতির তাণ্ডব নতুন করে আতঙ্ক সৃষ্টি করে। এই আক্রমণে সংশ্লিষ্ট এলাকার একাধিক ঘর নষ্ট হয়েছে। হাতির আক্রমণের মুখে আতঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করে। যদিও কিছুক্ষণ পর বন দপ্তরের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসীর অভিযোগ, বারবার ক্ষতিপূরণের নামে তাদের সঙ্গে যেন মশকরা করা হচ্ছে। তাদের একটাই দাবি – ক্ষতিপূরণের প্রয়োজন নেই, বরং সরকার উদ্যোগ নিয়ে হাতিগুলোকে লোকালয় থেকে দূরে রাখার স্থায়ী ব্যবস্থা করুক। এই দাবি প্রতিনিয়ত জোরালো হচ্ছে।
গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়ে চললেও এখনো পর্যন্ত কোনো যুতসই ব্যবস্থা গ্রহণ করা যায়নি। এখন দেখার বিষয়, আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বন দপ্তর এবং প্রশাসন স্থানীয়দের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করে কিনা।
2025-06-22