আগরতলা, ৯ জুন : গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বৈদ্যুতিক খুঁটি বসিয়ে নতুনভাবে ভাবে বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের জন্য এলএনটি নামক বহি:রাজ্যের একটি ঠিকাদারী কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে। কিন্তু ঠিকেদারি কোম্পানির দ্বারা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বসানো বৈদ্যুতিক খুঁটি গুলি নিয়ে সাধারণ মানুষজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ, কোম্পানির তেলিয়ামুড়ার দায়িত্বে থাকা একাংশ কর্মীরা বৈদ্যুতিক খুঁটিগুলি বসিয়ে দিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই এই খুঁটি গুলি বেঁকিয়ে বিপদ সংকুল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে। আরো অভিযোগ, খুঁটি গুলির নিচে ঢালাই দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের পাথর সহ স্বল্পমাত্রায় সিমেন্ট এবং অধিকাংশই বালু দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে।
যার ফলে খুঁটি গুলি অত্যন্ত নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর এই অবস্থাতেই এলএনটি কোম্পানি ঐ সকল পিলার গুলিতে বৈদ্যুতিক তার টেনে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছে। আর এতে করে আতঙ্কে আছে এলাকার সাধারণ মানুষ জন। আশঙ্কা করা হচ্ছে যেকোনো সময় এই খুঁটি গুলি জনবসতি এলাকায় ভেঙ্গে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে, কোম্পানির তরফ থেকে কাজের নিযুক্ত শ্রমিকরা নিজেরাই স্বীকার করছেন যে কোম্পানির দ্বারা বসানো বৈদ্যুতিক খুঁটি গুলি সঠিকভাবে বসানো হচ্ছে না। অতীতেও দুই দুইবার পৃথক পৃথক এলাকায় এই ধরনের অভিযোগ এনে স্থানীয় জনতা বিক্ষোভ দেখিয়ে কোম্পানির কাজ বন্ধ করে দিয়েছিল। তাছাড়া, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেও অনিয়মের অভিযোগে একবার কাজ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর বিদ্যুৎ দপ্তর সূত্রে।
অন্যদিকে, এই বিষয়ে সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা জেলা নোডাল অফিসার অঞ্জন দেববর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গোটা ঘটনা খতিয়ে দেখা হবে, খুঁটি বসানোর ক্ষেত্রে এই ধরনের অনিয়ম থাকলে ব্যাবস্থা গ্রহণের মধ্য দিয়ে পুনরায় সঠিকভাবে আবার খুঁটি গুলি বসানো হবে।