কুমারঘাট, ৯ জুন : পুলিশি অভিযানেও থামছে না নেশার রমরমা বাণিজ্য। কুমারঘাটে ধরা পড়লো দুই ব্রাউন সুগার ব্যবসায়ী। উনকোটি ত্রিপুরার কুমারঘাট মহকুমায় পুলিশের ধারাবাহিক অভিযানের মাঝেও থামছে না মাদক কারবার।
সম্প্রতি কুমারঘাট উত্তর পাবিয়াছড়া এলাকার নাকা গেট চেকিং পয়েন্টে পুলিশের জালে ধরা পড়লো ব্রাউন সুগার সহ দুই মাদক ব্যবসায়ী। ব্যাটারিচালিত অটোতে করে পেঁচারতল থেকে কুমারঘাটের উদ্দেশ্যে আসার সময় রবিবার এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, চেকিং চলাকালীন সন্দেহভাজন হিসেবে একটি অটোকে আটক করা হয়। অটোর ভেতর তল্লাশি চালিয়ে দুটি সাবানের কেস থেকে উদ্ধার হয় ২৩.২৫ গ্রাম ব্রাউন সুগার। একইসঙ্গে পাওয়া যায় নগদ ৩৫,৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত দুজন মাদক কারবারের সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম আকাশ চন্দ্র দেব (২৪) ও সানিদেব (২৫)। দুজনেরই বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহর পাইতর বাজার এলাকায়।
অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে কুমারঘাট থানায় প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহলের বক্তব্য, পুলিশ যদি এমন অভিযান ঘন ঘন চালায়, তাহলে মাদক ব্যবসায়ীরা একে একে ধরা পড়বে। তবে একইসঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করেন, পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও কেন বারবার এমন মাদক চালান এলাকা পার হয়ে যাচ্ছে।তবে,প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অভিযান চালু থাকবে।