মোদি সরকারের নেতৃত্বে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছে: বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ৯ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গত ১১ বছরে দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং উত্তম শাসনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

আজ নয়াদিল্লিতে মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশকে তোষণমুক্ত, স্বচ্ছ এবং সাহসী সিদ্ধান্তগ্রহণে সক্ষম শাসনব্যবস্থা প্রদান করেছে। পূর্ববর্তী সরকারগুলোর সময় তোষণের রাজনীতি ও ক্ষমতা ধরে রাখার প্রবণতা ছিল প্রবল। কিন্তু মোদি সরকারের আগমনের পর সেই চিত্র পাল্টে গেছে।”

তিনি বলেন, “এই সরকার উন্নত ভারত গঠনের ভিত্তি স্থাপন করেছে। ২০১৪ সালের পূর্বে দেশে ব্যাপক দুর্নীতি ছিল, কিন্তু বিগত এক দশকে সেই দুর্নীতির চিত্র পাল্টে গেছে। সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রচেষ্টা’-র মূলমন্ত্রে বিশ্বাস রেখে কাজ করছে।”

বিজেপি সভাপতি আরও জানান, মোদি সরকার সমাজের সমস্ত শ্রেণির — অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি ও উপজাতিদের উন্নয়নের জন্য কাজ করেছে। পাশাপাশি নারী-কেন্দ্রিক উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নাড্ডা বলেন, “নকশাল-প্রভাবিত জেলার সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে।” তিনি উরি ও পুলওয়ামা জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে বলেন, “এই ধরনের হামলার পর প্রধানমন্ত্রী দ্রুত ও কঠিন পদক্ষেপ নিয়ে শত্রুদের কড়া বার্তা দিয়েছেন।”

পহেলগাঁও হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, জঙ্গিদের এমন শাস্তি দেওয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না — আর সেই প্রতিশ্রুতি ‘অপারেশন সিন্ধূর’ এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।”

এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *