আগরতলা, ৯ জুন : যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে অতিসত্ত্বর গ্রেফতারের দাবিতে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে জেলা পুলিশ সুপার ড. কিরণ কুমার কে এর নিকট ডেপুটেশন দিল বিজেপি সদর শহর জেলা কমিটি।
উল্লেখ্য, গতকাল রাত থেকে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বক্তব্য ঘিরে উত্তপ্ত রয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। একদিকে কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলামের বাড়িতে প্রবেশ করে তাকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। অপরদিকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং বিজেপি কর্মীদের উপর ইট পাটকেল ছুঁরার অভিযোগ রয়েছে শাহজাহান ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই উভয়পক্ষের প্রতিনিধি দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ সন্ধ্যায় সদর শহর জেলা কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ এনে তাকে শাস্তি প্রদানের পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে। এদিন সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, গতকাল সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের কুরুচিকর মন্তব্য প্রকাশ করেছে কংগ্রেস যুবনেতা তার তীব্র নিন্দা জানিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এদিন এসপির নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে।