আগরতলা, ৯ জুন : গোপন সংবাদের ভিত্তিতে লালছড়ি ৫ জন মায়ানমার নাগরিককে আটক করে আমবাসা থানার পুলিশ। তাদের কাছে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে লালছড়ি এলাকায় এক বাড়িতে সন্দেহজনকভাবে কিছু লোক বসবাস করছেন। ওই খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে এক বাড়ি থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদ মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।