নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে বিশেষ অভিবাদন জানানো হল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েক-কে। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনের সামনে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে।
এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েক রাষ্ট্রপতি ভবনে নিজ নিজ মন্ত্রী, কূটনীতিক এবং আধিকারিকদের সঙ্গে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচয় শেষে রাষ্ট্রপতি ভবন থেকে প্রস্থান করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েক। উল্লেখ্য, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিসানায়েকের এটাই প্রথম ভারত সফর।