নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-তে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা সুমেশ শোকিন। সোমবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে এএপি-তে যোগ দিয়েছেন সুমেশ শোকিন। নিজের দলে তাঁকে স্বাগত জানিয়েছেন কেজরিওয়াল।
এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “সুমেশ শোকিন কংগ্রেস ছেড়ে এএপি-তে যোগ দিয়েছেন, তাঁকে স্বাগত জানাই৷ আমাদের সরকারের আগে, দিল্লি দেহাতের লোকজন মনে করেনি যে তাঁরা দিল্লির অংশ। তাঁদের উপেক্ষা ও অবহেলা করা হয়েছিল। ২০১২-১৩ সালে, দিল্লিতে শিলাবৃষ্টি হয়েছিল এবং যখন একজন সাংবাদিক শীলা দীক্ষিতকে (তৎকালীন মুখ্যমন্ত্রী) ফসলের ক্ষতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছিলেন, “দিল্লিতে কি কৃষিকাজও হয়?”। তিনি জানতেন না, কৃষকরাও দিল্লিতে থাকেন এবং দিল্লিতে চাষাবাদ করা হয়। আমাদের সরকার গঠনের পর আমরা প্রতি একর ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিলাম। আমরা দিল্লি দেহাতে মহল্লা ক্লিনিক, স্কুল এবং হাসপাতাল তৈরি করেছি। উন্নয়নমূলক কাজ দেখে মুগ্ধ হয়ে সুমেশ শোকিন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।”