BRAKING NEWS

শান্তির বাজারে ফল বিক্রিকে কেন্দ্র করে তীব্র বিবাদ

শান্তিরবাজার, ৭ মে : শান্তির বাজারে জাতীয় সড়কের পাশে ফল বিক্রিকে কেন্দ্র করে তীব্র বিবাদ সৃষ্টি হয়।

জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশে যানজট মুক্ত রাখতে প্রতিনিয়ত নানান কর্মসূচী হাতে নিয়ে থাকে প্রসাশন। মূল লক্ষ দুর্ঘটনা এরানো। বিগতদিনে জাতীয় সড়কের পাশে ফল বিক্রি করাকে কেন্দ্র করে প্রসাশন পদক্ষেপ গ্রহন করেছে। প্রসানের উদ্দ্যোগে সকল ফল বিক্রেতাকে একটি নির্দিষ্ট জায়গায় ফল বিক্রিকরার পরামর্শ প্রদানকরে। বর্তমানসময়ে লেচু,আম, কাঁঠাল,জাম, আনারস সহ বিভিন্ন প্রকারের ফল নিয়ে দুর দুরান্ত থেকে লোকজনেরা বাজারে নিয়ে আসে। সেগুলি নিয়ে জাতীয় সড়কের পাশে বসে সকলে।

শান্তির বাজার ফল বাজারে সমস্ত ব্যাবসায়ীদের উপস্থিতিতির ফলে সেখানে বসার মতো জায়গা থাকেনা। সকলে জাতীয় সড়কের পাশেবসে ফলগুলো বিক্রিকরে। অপরদিকে এই ফল বিক্রিকরতেগিয়ে যান চলাচলের অসুবিধার সন্মুখিন হতেহয়। অপরদিকে রাস্তার পাশে ফল থাকার ফলে ফল বাজারেগিয়ে ফল ব্যাবসায়ীদের কাছথেকে সকলে ফল কিনতে চায়না। এইনিয়ে দুইপক্ষের মধ্যে বিবাদ সৃষ্টিহয়। এখন দেখার বিষয় বাইরেথেকে আসা ফল বিক্রেতাদের সুবিধার্থে ও শান্তির বাজারকে জানযট মুক্ত রাখতে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *