BRAKING NEWS

ডিফু আসনের অন্তর্গত হাফলং বিধানসভা এলাকায় অবাধ ও শান্তিপূৰ্ণ ভোট পর্ব সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত প্রশাসন

ডিমা হাসাও জেলার ২৫৪টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা ভোটকর্মীদের

হাফলং (অসম)২৫ এপ্রিল (হি.স.) : আগামীকাল শুক্রবার ৬ নম্বর ডিফু লোকসভা আসনে দ্বিতীয় দফার নির্বাচন। ডিফু সংসদীয় আসনের অন্তর্গত হাফলং বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিমা হাসাও জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যে ডিমা হাসাও জেলার ২৫৪ টি ভোটগ্রহন কেন্দ্রের উদ্দেশ্যে ভোট কর্মীরা রওয়ানা হয়েছেন।

গতকাল প্রথম দফায় ডিমা হাসাও জেলার অন্তৰ্গত দুর্গম এলাকায় অবস্থিত ৮৬টি ভোটকেন্দ্রের ভোটকর্মীরা তাঁদের গন্তব্যে গিয়েছেন। আজ বৃহস্পতিবার বাকি ১৬৮টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

ডিমা হাসাও জেলার কয়েকটি প্রত্যন্ত ভোটকেন্দ্রে ভোটকর্মীরা পায়ে হেঁটে, পাহাড়ি নদী নৌকায় পার হয়ে তাঁদের গন্তব্যে গিয়ে পৌঁছেছেন। কারণ বৃষ্টি হওয়ায় ওই সব ভোটকেন্দ্রগুলিতে গাড়ি যাওয়া সম্ভব হয়নি। তাই অনেক জায়গা ঘন জঙ্গল পেরিয়ে নৌকা দিয়ে নদী পার হয়ে যেতে হয়েছে ভোট কর্মীদের।

এদিকে হাফলং বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ২৫৯। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭৭ হাজার ৩২৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ৭৭ হাজার ৯৩২। তাছাড়া হাফলং বিধানসভা কেন্দ্রে ১৫টি ভোটকেন্দ্র মহিলা ভোটকর্মীরা পরিচালনা করবেন। ওই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বেও থাকবে মহিলা পুলিশ। তাছাড়া হাফলং শহরে তিনটি আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার সকাল ৭-টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে ডিমা হাসাও জেলায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *