BRAKING NEWS

বিজেপির কাছে দেশের চেয়ে বড় কিছুই নয়, কংগ্রেসের জন্য পরিবারই সবকিছু : প্রধানমন্ত্রী

মোরেনা, ২৫ এপ্রিল (হি.স.): বিজেপির কাছে দেশের চেয়ে বড় কিছুই নয়, কংগ্রেসের জন্য পরিবারই সবকিছু। বৃহস্পতিবার কংগ্রেসকে একহাত নিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেসের নীতি হল, যিনি দেশের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন, কঠোর পরিশ্রম ও উৎসর্গ করেছেন, তাকে সবথেকে পিছনে রাখা।” প্রধানমন্ত্রী এরপর যোগ করেছেন, “আর তাই এত বছর ধরেও এক পদ-এক পেনশনের মতো সেনাকর্মীদের দাবি পূরণ হতে দেয়নি কংগ্রেস। কেন্দ্রে সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমরা ওয়ান র‍্যাঙ্ক-ওয়ান পেনশন বাস্তবায়ন করেছি।”

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মোরেনার এক নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সীমান্তে প্রহরারত সৈন্যদের স্বাচ্ছন্দ্য নিয়ে আমরা চিন্তিত। কংগ্রেস সরকার জওয়ানদের হাত বেঁধে রেখেছিল, আমরা তাঁদের মুক্ত করেছি।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিজেপি এমন একটি দল যা সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে চলে। বিজেপি সরকার অভাবীদের মধ্যে বৈষম্য করে না। কোভিডের সময় ৮০ কোটি দরিদ্র মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। বিজেপি সরকার ৪ কোটি গরিবকে স্থায়ী বাড়ি দিয়েছে। কোনও ভেদাভেদ ছাড়াই সব ধর্মের মানুষকে এসব বাড়ি দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *