BRAKING NEWS

সেমিতে আজ জেসিসি-র পাল্লা ভারী হলেও সহজে ছাড়তে নারাজ সংহতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লীগ পর্যায়ের খেলা দেখে জেসিসি-র পাল্লা ভারী বলা যেতে পারে। কিন্তু নক আউট পর্যায়ের খেলায় ক্রিকেট নিয়ে ভবিষ্যৎবাণী কেউ করতে পারেন না। বিনা যুদ্ধে সংহতিও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সব কথার এক কথা, আগামী কাল সেমিফাইনাল ম্যাচ হবে জমজমাট। জেসিসি এবং সংহতি দুটো দলই জয়ের মধ্যেই রয়েছে। লীগ পর্যায়ে একটি করে ম্যাচে দু-দলই হেরেছে। সেমিফাইনালে তাদের পারস্পরিক সাক্ষাৎকার ঘটছে। খেলা সমীরন চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল পর্যায়ের ম্যাচ। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। আগামীকাল বেলা একটায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সংহতি ও জয়নগর ক্রিকেট ক্লাব পরস্পরের মুখোমুখি হচ্ছে। লীগ পর্যায়ের খেলায় তাদের কোন সাক্ষাৎকার ঘটেনি। কেননা দুই দল দুই গ্রুপ থেকে উঠে এসেছে। ‌ জেসিসি লীগ পর্যায়ে যথাক্রমে স্ফুলিঙ্গকে ৪৫ রানে, হার্ভেকে ৭৭ রানে, বিসিসিকে ৮ উইকেটে, ইউনাইটেড বি এস টি কে ১১৩ রানে হারানোর পর ব্লাড মাউথের কাছে এক রানে স্বাসরুদ্ধকর পরাজয় তাদের কিছুটা ভাবিয়ে তুলেছিল। অতঃপর লীগের শেষ ম্যাচে পোস্টারকে ৯ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি নিয়েই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল। শেষ আটের লড়াইয়ে কসমোপলিটনকে ২০ রানে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পায়। এদিকে সংহতি গ্রুপ এ থেকে প্রথম ম্যাচে চলমান সংঘ কে ৬ উইকেটে হারানোর পর ইউনাইটেড ফ্রেন্ডস-এর কাছে ২৭ রানে হেরে বসে। এরপর ক্রমান্বয়ে গ্রুপ লীগের চার ম্যাচে যথাক্রমে কসমোপলিটনকে নয় রানে, শতদল সংঘকে নয় উইকেটে, ওপিসিকে ২ উইকেটে এবং মৌচাককে ৯৯ রানের ব্যবধানে হারিয়ে গ্রুপে দ্বিতীয় শীর্ষস্থান পেয়ে মূল পর্বে পৌছায়। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ব্লাড মাউথকে ৭৯ রানের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে। আগামীকাল মহারণের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *