BRAKING NEWS

প্রথম দুই দফার ৬টি কেন্দ্রের স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : আগামী ১৯ এপ্রিল রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন ২৬ এপ্রিল। এই দুই দফায় নির্বাচন হবে মূলত উত্তরবঙ্গের ৬টি কেন্দ্রে। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর থেকে উত্তরবঙ্গের ছ’টি আসনে স্পর্শকাতর বুথের ওই তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দুই দফায় উত্তরবঙ্গের ছয়টি কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা মোট ১৮৬২টি। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে কোচবিহারের ২০৪৩টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্য ১৯৬টি, আলিপুরদুয়ার (এসটি) লোকসভার ১৮৬৭টির মধ্যে ১৫৯টি এবং জলপাইগুড়ির ১৯০৪টি নির্বাচনকেন্দ্রের মধ্যে ৩৯১টি ‘স্পর্শকাতর’।

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে, দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে। দার্জিলিংয়ের ১৯৯৯টি বুথের মধ্যে ৪০০টি, রায়গঞ্জের ১৭৩০টির মধ্যে ৪০৮টি এবং বালুরঘাটের ১৫৬৯টির মধ্যে ৩০৮টিকে ‘স্পর্শকাতর’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দু’দফায় বিধানসভা ওয়াড়ি স্পর্শকাতর বুথের তথ্যও দেওয়া হয়েছে কমিশনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *