BRAKING NEWS

যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপিকে কড়া আক্রমণ রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের

গাজিয়াবাদ, ১৭ এপ্রিল (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বুধবার যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন। দুজনেই এদিন সকালে গাজিয়াবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। রাহুল বলেন, সমাজের উন্নয়নের জন্য জণগননা প্রয়োজন। লোকসভা নির্বাচন আদর্শের নির্বাচন। জোট সংবিধান ও গণতন্ত্র রক্ষা করছে। লোকসভা নির্বাচনে আমাদের প্রধান বিষয়বস্তু হল বেকারত্ব, মুদ্রাস্ফীতি। কংগ্রেস নেতা এদিন আরও বলেন, আজ সব টাকা ২০-২৫ জনের কাছে রয়েছে। একারণে সমাজে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য মূল্য দাবি করছে, কিন্তু মোদী সরকার শুনছে না। নির্বাচনে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আইএনডিআই জোট সরকার গঠন করবে। জোট সরকার দরিদ্র মহিলাদের জন্য ১ লক্ষ টাকা এবং বেকারদের সর্বাধিক কর্মসংস্থান দেবে।

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, জোট গাজিয়াবাদ থেকে গাজিপুর পর্যন্ত জিতবে। তিনি বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করে তিনি বলেন, এখন লুট এবং মিথ্যা প্রচার করা এনডিএ জোটের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। ভোটকে বিঘ্নিত হতে না দেওয়ার জন্য তিনি কর্মীদের সতর্ক করেন। যেকোনও মূল্যে বুথ পাহারা দেওয়ার কথাও বলেন অখিলেশ। উভয় নেতাই গাজিয়াবাদ থেকে ডলি শর্মা, বাগপত থেকে অমরপাল শর্মা, গৌতম বুদ্ধ নগর থেকে ড. মহেন্দ্র নাগর এবং বুলন্দশহর থেকে বাল্মিকিকে ভোট দেওয়ার আবেদন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *