BRAKING NEWS

রামলীলা ময়দান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি. স.): এবার নির্বাচনে বিজেপি জিতলে, সংবিধান বদলাবে। দেশে আগুন জ্বলবে। ”ম্যাচ ফিক্সিং”-এর অভিযোগ তুলে শাসকদলকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রামলীলা ময়দানে রবিবার মেগা ব়্যালির আয়োজন করে আইএনডিএ জোট। এই মঞ্চ থেকেই রাহুল গান্ধীর দাবি, ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়ার সাহায্য ছাড়া ১৮০টির বেশি আসন জিততে পারবে না বিজেপি।

রামলীলা ময়দানের জনসভা থেকে রাহুল গান্ধী জনগণের উদ্দেশে বলেন, যদি নিজের ভোট না দাও, তা হলে ম্যাচ ফিক্সাররা জিতবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান না, বিরোধীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। নির্বাচনের আগেই দুই মুখ্যমন্ত্রীকে জেলে ভরা হয়েছে। বিরোধীদের অ্যাকাউন্ট ফ্রিজ করা চলছে। নির্বাচনের আগে কেন এমন করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *