BRAKING NEWS

করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের নাম তালিকাভুক্ত করতে বিদ্যালয়গুলিতে আধার এনরোলমেন্ট কেন্দ্র


করিমগঞ্জ (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের নাম আধার তালিকাভুক্ত করতে জেলার বিদ্যালয়গুলিতে আধার এনরোলমেন্ট কেন্দ্র খোলা হচ্ছে।

এ উদ্দেশ্যে করিমগঞ্জের জেলাশাসকের কার্যালয়ে অবস্থিত আধার সেল থেকে গত ২১ নভেম্বর জারিকৃত আদেশে, পূর্ব ঘোষিত আধার এনরোলমেন্ট সেন্টারগুলির স্থান আংশিক পরিবর্তন করে জেলার ১৪টি বিদ্যালয়ে আধার এনরোলমেন্ট কেন্দ্র খোলা হচ্ছে।
এতে পূর্বে ঘোষিত আধার এনরোলমেন্ট কেন্দ্রের পরিবর্তে যে বিদ্যালয়গুলিতে আধার এনরোলমেন্ট কেন্দ্র খোলা হচ্ছে, সেগুলি উত্তর করিমগঞ্জ খণ্ডের শ্যামসুন্দর এইচএস স্কুলের পরিবর্তে কুশিয়ারকুল এইচএস স্কুল করিমগঞ্জ, রামেসওয়ালা এমই স্কুল আয়লাবাড়ির পরিবর্তে পাথু মহিশাসন এইচএস স্কুল। দক্ষিণ করিমগঞ্জ খণ্ডের কায়স্থগ্রাম গার্লস এমই স্কুলের পরিবর্তে গান্ধাই এইচএস স্কুল নিলামবাজার, দোহালিয়া এক্সটেন্ডেড হাইস্কুল পাথারকান্দির পরিবর্তে এসভি বিদ্যানিকেতন এইচএস স্কুল নিলামবাজার।

এছাড়া, বদরপুর খণ্ডের দক্ষিণ করিমগঞ্জ খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ের পরিবর্তে রামলোচন হাইস্কুল বদরপুর, জনকল্যাণ মডেল হাইস্কুল কালিগঞ্জের পরিবর্তে ভাঙ্গা এইচএস স্কুল বদরপুর, মর্জাদকান্দি হাইস্কুলের পরিবর্তে শাহ বাহাদুর হাইস্কুল বদরপুর।
এদিকে পাথারকান্দি খণ্ডের সুলতানা এমই মাদ্রাসা ধলছড়ার পরিবর্তে জোড়বাড়ি হাজি কাশিম আলি হাইস্কুল পাথারকান্দি, কুসুম বিকাশ বিদ্যাপীঠ কটামণির পরিবর্তে পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুল, কাঁঠালতলি হাইস্কুলের (এ) পরিবর্তে মডেল এইচএস স্কুল পাথারকান্দি। অনুরূপভাবে লোয়াইরপোয়া খণ্ডের এসপি রায় হাইস্কুল সোনাখিরার পরিবর্তে পুতনি চা বাগান মডেল স্কুল পুতনি।

এভাবে দুল্লভছড়া খণ্ডের চেরাগি হিন্দি বিদ্যাপীঠ এমই স্কুলের পরিবর্তে সিভিপি হায়ার সেকেন্ডারি স্কুল দুল্লভছড়া। এছাড়া রামকৃষ্ণনগর খণ্ডের বোধন এইচএস স্কুল নিভিয়া বাজারের পরিবর্তে চরগোলা পাবলিক এইচএস স্কুল রামকৃষ্ণনগর এবং কদমতলা হাইস্কুল কদমতলার পরিবর্তে আরকে বিদ্যাপীঠ এইচএস স্কুল রামকৃষ্ণনগর।
এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী ওই এনরোলমেন্ট কেন্দ্রে ভেরিফায়ার হিসেবে নিয়োগ করতে বলা হয়েছে। ওই কর্মী আবেদনকারীদের নিয়ে আসা নাম, ঠিকানা, বয়স ইত্যাদির প্রমাণপত্র যাচাই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *