অনবদ্য ব্যাটিং অরিন্দমের, ম্যচ ড্র লিড নিয়ে পোলস্টার তৃতীয় স্থানে 

ব্লাড মাউথ: ২১০, ৪৬/২(১৩)

পোলস্টার: ৩৪৩/১০(৭১.৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। সুপার ফোরে খেতাব অধরাই থেকে গেল পোলস্টার ও ব্লাড মাউথ ক্লাবের। চেষ্টার ত্রুটি ছিল না। তৎ সত্ত্বেও সুপার ফোরের শেষ ম্যাচে পোলস্টার, ব্লাড মাউথের খেলাটি শেষ পর্যন্ত ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট পেয়েছে। সব মিলিয়ে তিন ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়ে পোলস্টার ৪ দলীয় সুপার ফোরে তৃতীয় স্থান পেয়েছে। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ টুর্নামেন্টের রেজাল্টের সঙ্গে সুপার ফোর-এর রেজাল্ট অনেকটাই ফারাক রয়েছে। সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন ব্লাড মাউথকে সুপার ফোরে চতুর্থ স্থানে নেমে আসতে হয়েছে। রানার্স পোলস্টার পেয়েছে তৃতীয় স্থান। টিসিএ আয়োজিত এ-ডিভিশন সুপার ফোর টুর্নামেন্টে এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্লাড মাউথ, পোলস্টারের ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়েছে। তবে পোলস্টার দারুন কাম ব্যাক করেছে। পোলস্টারের অধিনায়ক অরিন্দম বর্মন উইকেটে সেট হলে তার ব্যাটে যে প্রচুর রান আসে তার প্রমাণ আজও মিলেছে। বুধবার ম্যাচের প্রথম দিনে ব্লাড মাউথের সংগৃহীত ২১০ রানের জবাবে পোলস্টার দিনের শেষে ৮০ রানে থেমেছিল। আজ অবশিষ্ট আট উইকেটে ২৬৩ রান যোগ করে ৩৪৩ রানে পোলস্টার ইনিংসে শেষ করে। অরিন্দম বর্মন দুর্দান্ত ১৬৮ রান পায়। এছাড়া, ঋতুরাজ ঘোষ রায় পেয়েছে ৫৭ রান। অরিন্দম ১২২ বল খেলে ১৫টি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। ব্লাড মাউথের সম্রাট বিশেষ ১১৯ রানে ৫ টি উইকেট পেয়েছে। পোলস্টার লিড পায় ১৩৩ রানে। ব্লাড মাউথ অতঃপর দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৩ ওভারে দুই উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অনবদ্য ব্যাটিংয়ের স্বীকৃতিস্বরূপ অরিন্দম বর্মন পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।