BRAKING NEWS

বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে আগরতলায় সচেতনতার র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  নেশা মুক্ত রাজ্য এবং বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতা তৈরীর জন্য শুক্রবার রাজধানী আগরতলা শহরে সচেতনতামূলক রেলি সংঘটিত করা হয়৷ রেলীর আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের  মন্ত্রী টিঙ্কু রায়৷ নেশা মুক্ত ভারত অভিযান এবং অন্যান্য স্কিম যেগুলি পরিচালিত হয় সমাজ শিক্ষা এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে সেগুলো নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শুক্রবার৷ শোভাযাত্রাটির আনুষ্ঠানিক সূচনা করেন  দপ্তরের  মন্ত্রী টিঙ্কু রায়৷  উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ এদিনের এই শোভা যাত্রাটি উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার  উমাকান্ত সুকল প্রাঙ্গনে এসে শেষ হয়৷ এদিন বেটি বাঁচাও বেটি পড়াও এবং নেশা মুক্ত রাজ্য গঠনের স্বপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন বর্তমান সরকার মহিলা ক্ষমতায়নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে৷ জনপ্রতিনিধির হার বৃদ্ধি করার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ ব্যবসা বাণিজ্য সহ সর্বক্ষেত্রে মহিলাদের জন্য অধিক  সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে৷  তিনি বলেন দেশের স্বাধীনতার সংগ্রাম সহ বর্তমান সময়কাল পর্যন্ত মহিলারা দেশ স্বাধীন এবং দেশ সুরক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন৷ প্রসঙ্গক্রমে মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার জন্য আন্দোলন জারি রেখেছে৷ এই প্রয়াস জারি রাখার জন্য প্রশাসনের পাশাপাশি সকল স্তরের  জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *