BRAKING NEWS

বাজেট অধিবেশনের সূচনা ৩১ জানুয়ারি; কাজের দিন ২৭টি, চলবে ৬ এপ্রিল পর্যন্ত

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): সংসদের বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে ৩১ জানুয়ারি, মঙ্গলবার। ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে বাজেট অধিবেশন চলবে এপ্রিল মাসের ৬ তারিখ পর্যন্ত। এবারের বাজেট অধিবেশনে স্বাভাবিক অবকাশ-সহ ৬৬ দিনের মধ্যে ২৭টি কাজের দিন পাওয়া যাবে।

সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি থেকে শুরু হবে, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাভাবিক অবকাশ-সহ ৬৬ দিনের মধ্যে ২৭টি কাজের দিন পাওয়া যাবে। বাজেট অধিবেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ অবধি ছুটি থাকবে।

প্রসঙ্গত, এ বছর একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, বছর ঘুরলেই রয়েছে ২০২৪ লোকসভা ভোট। এমন সমস্ত হাইভোল্টেজ রাজনৈতিক অগ্নিপরীক্ষার আগে, নির্মলা সীতারমণের অর্থ দফতরের সামনে ২০২৩ বাজেট অন্যতম বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *