করিমগঞ্জের মাড়ুগাঁও-তিলভূম শিববা‌ড়ি‌তে ষোলো প্রহরব্যাপী হ‌রিনাম সংকীর্তনের প্রস্তু‌তি তুঙ্গে

পাথারকান্দি (অসম), ৩০ জানুয়ারি (হি.স.) : গত পঁচিশ বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের মাড়ুগাঁও-তিলভূম শিববা‌ড়ি‌তে অনুষ্ঠিত হ‌তে যা‌চ্ছে হ‌রিনাম মহাসংকীর্তন। আগামী ২ ফেব্রুয়া‌রি বৃহস্পতিবার শুভ অধিবা‌সের ম‌ধ্য দি‌য়ে এই মহায‌জ্ঞের শুভারম্ভ হবে। চল‌বে আগা‌মী র‌বিবার ৫ ফেব্রুয়া‌রি মধ্যাহ্ন পর্যন্ত।

এ ব্যাপারে আ‌য়োজক ক‌মি‌টির জনৈক পদাধিকারী সজল নাথ জানান, এলাকার ভক্তপ্রাণ সনাত‌নী জনগ‌ণের স‌ক্রিয় সহ‌যো‌গিতায় এখা‌নে বিগত ২৫ বছর ধ‌রে হ‌রিনাম সংকীর্তন অনুষ্ঠিত হ‌য়ে আস‌ছে। এবার এই সংকীর্তন ২৬ বছর পূর্ণ কর‌বে। মহাপ্রভুর কৃপায় এটা অত্য‌ন্ত গৌর‌বের বিষয়। তিনি জানান, এবার আগরতলা থে‌কে মদন‌গোপাল সম্প্রদায়, ‌শিলচর থে‌কে শ্রীকৃষ্ণসুদামা সম্প্রদায়, ক‌রিমগঞ্জ থে‌কে কৃষ্ণকানাই সম্প্রদায়, পাথিনি থে‌কে রাধাগো‌বিন্দ সম্প্রদায়, মাড়ুগাঁওয়ের নিত্যাদনন্দ সম্প্রদায় অংশগ্রহণ ক‌রে কীর্তন প‌রি‌বেশন কর‌বে।

আগামী বৃহস্পতিবার রা‌তে শুভ অধিবা‌সের মাধ্যামে শুরু হ‌বে মহাসংকীর্তনের। পরেরদিন শুক্র ও শ‌নিবার দিবারাত্রি কীর্তন চল‌বে। স‌ঙ্গে থাক‌বে মহাপ্রসাদ বিতরণ পর্বও। এ উপল‌ক্ষ্যে প্রতি বছ‌রের মতো এবারও এখা‌নে মেলা বস‌বে।

র‌বিবার দ‌ধিভাণ্ড ভঞ্জন সহ নগরপ‌রিক্রমা ও মহান্ত বিদা‌য়ের ম‌ধ্যে দি‌য়ে মহ‌তি এই অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘট‌বে। এতে এলাকার সনাতনী ভক্ত‌দের স‌ক্রিয় সহ‌যো‌গিতা ও উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন কীর্তন ক‌মি‌টির কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *