BRAKING NEWS

ভারত ও মিশরের মধ্যে মউ স্বাক্ষর, কূটনৈতিক সম্পর্কের স্মরণে পোস্টাল স্ট্যাম্প বিনিময়

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি। বুধবার দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক নানা বিষয়ে বৈঠক করেছেন মোদী ও আব্দেল ফাত্তা এল-সিসি। মিশরের রাষ্ট্রপতির সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এদিন দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি। ভারত ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর স্মরণে দুই দেশের মধ্যে পোস্টাল স্ট্যাম্প বিনিময়ের সাক্ষী থাকেন মোদী ও আব্দেল ফাত্তাহ এল-সিসি। এছাড়াও সাইবার নিরাপত্তা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, যুব বিষয়ক সহযোগিতা এবং সম্প্রচারের ক্ষেত্রে সমঝোতা স্মারক বিনিময় করেছে ভারত ও মিশর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *