BRAKING NEWS

বনমালীপুর মন্ডলের এস সি মোর্চার সভাপতি গুরুতর আহত দুসৃকতিদের হামলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷  মঙ্গলবার প্রাতঃ ভ্রমণে বেরিয়ে দুষৃকতীদের আক্রমণে গুরুতর আহত ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাস৷  গুরুতর আহত কার্যকর্তাকে জিবি দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্ব৷ মঙ্গলবার সকালে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রে৷ এদিন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাস প্রাতঃ ভ্রমণে বের হয়৷ অভিযোগ এরপর সাত সকালে তাঁর উপর আক্রমণ চালায় দুষৃকতীরা৷ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাসকে৷ তাঁর মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে৷ দুষৃকতীদের আক্রমণে গুরুতর আহত হয় সুমন দাস৷ তাঁকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে৷ খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব৷ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন চিকিৎসকদের কাছে থেকে৷ কথা বলেন পরিবারের সদস্য এবং দলীয় কার্যকর্তাদের সঙ্গে৷ পরে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাসের উপর দুসৃকতীদের আক্রমণের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন জনগণের আস্থা হারিয়ে, চরম হতাশাগ্রস্ত কমিউনিস্ট ও কংগ্রেস আশ্রিত সন্ত্রাসীরা বনমালিপুর মন্ডলের তপশিলি জাতি মোর্চার সভাপতি সুমন দাসের উপর প্রাণঘাতী হামলা চালায়৷ ক্ষমতালোভে স্বজন খুনের অভিযুক্তরা, সন্ত্রাস যাদের মজ্জাগত, গণতন্ত্র ভুলুন্ঠনকারীদের, ত্রিপুরার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যোগ্য জবাব দেবেন ন এদিকে ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ গুরুতর আহত সুমন দাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি৷ নিউরো সার্জেনের সঙ্গে কথা বলেন৷ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷ মারাত্মক ভাবে আহত সুমন দাস৷ অত্যন্ত ভাল কার্যকর্তা৷ কংগ্রেস আশ্রিত দুষৃকতীরা তাঁর উপর আক্রমণ করেছে বলে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী৷ গুরুতর আহত ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাসকে দেখতে জিবি হাসপাতালে যান বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব৷ এই ঘটনায় চারজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ নির্বাচন আসবে , নির্বাচন আবার চলেও যাবে৷ কমিউনিস্টের ২৫ বছরের শাসনে রাজ্যের   মানুষ সন্ত্রাস দেখেছে৷ আর কংগ্রেস মানে গুন্ডারাজ৷ সারা ভারতবর্ষে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই৷ রাজ্যে কিছু উগ্রনেতা মিলে সিপিএমের সঙ্গে আঁতাত করে তাদের সুবিধা ভোগ করার জন্য মিলেছেন৷ রাজ্যের মানুষ তাদের ইতিহাস জানে৷ জোট আমলে নারকীয় সন্ত্রাস চালিয়ে ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় ছিল তারা৷ তার কালো ছায়া এদিন  শহরের বুকে প্রতিফলিত হয়েছে৷ মঙ্গলবার দুসৃকতীদের হাতে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি এসি মোর্চর মণ্ডল সভাপতি সুমন দাসকে দেখতে গিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *