BRAKING NEWS

কমলাসাগর মাতা মন্দির থেকে জিবি বাজার পর্যন্ত টিআরটিসির বাস পরিষেবার সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷   কমলাসাগর মাতা মন্দির থেকে জিবি বাজার পর্যন্ত চালু হলো টিআরটিসি বাস পরিষেবা৷ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷  কমলা সাগরে  ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে যাত্রীবাহী বাস পরিষেবার  উদ্বোধন হল৷ বুধবার  দুপুর  বারোটা নাগাদ  কমলাসাগর মাতা মন্দির  এলাকায় রাজ্যের  পর্যটন দপ্তরের উদ্যোগে কমলা সাগর থেকে জিবি বাজার পর্যন্ত বাস পরিষেবার  উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এই  উদ্বোধন অনুষ্ঠানের   সূচনা করেন  রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী   প্রণজিৎ সিংহ রায়৷ এছাড়া উপস্থিত ছিলেন  টিআরটিসর  চেয়ারম্যান  অভিজিৎ দেব, বিশালগড় ব্লক চেয়ারপার্সন  ছন্দা দেববর্মা সহ স্থানীয় সমাজসেবীরা৷  বর্তমানে  একটি টিআরটিসি বাস  পরিষেবা দেওয়া হচ্ছে কমলা সাগর থেকে জিবি বাজার পর্যন্ত৷ নির্ধারিত ভাড়া ৩০ টাকা করে৷ পরবর্তী সময়ে আরেকটি টিআরটিসি বাস পরিষেবা দেওয়া হবে বলে জানান দপ্তরের মন্ত্রী৷ আলোচনা করতে গিয়ে তিনি বলেন পর্যটনকে উন্নতি করতে গেলে প্রয়োজন দর্শনার্থীদের আসার জন্য রাস্তাঘাট  নির্মাণের৷ আগামী দিন কমলাসাগরে  যাওয়ার জন্য রাস্তা গুলি সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *