BRAKING NEWS

দিল্লি পুরনিগম হাতছাড়া বিজেপির, ম্যাজিক ফিগার দখল করল আপ

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : দিল্লি পুর নিগম নির্বাচনের ভোটগণনায় এগিয়ে-পিছিয়ে থাকার নিরিখে সকাল থেকে বিজেপি এবং আম আদমি পার্টির চোখে চোখ রেখে লড়াই চললেও বেলা বাড়তেই ছবিটা স্পষ্ট হতে থাকে। দুপুর আড়াইটের মধ্যেই দেখা যায়, জেতা ও এগিয়ে থাকার নিরিখে আপ ১২৬টি আসন নিয়ে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই জয়ের আনন্দে আপ সমর্থকরা দলের কার্যালয়ের সামনে নাচগান, বাজনা বাজাতে শুরু করেছে।

বুধবার নির্বাচন কমিশনের শেয়ার করা সর্বশেষ তথ্য অনুসারে, আম আদমি পার্টি এখন পর্যন্ত ২৫০টির মধ্যে ১২৬টি ওয়ার্ড জিতেছে। বিজেপি, ২০০৭ সাল থেকে নাগরিক সংস্থা শাসন করছে। তারা এখনও পর্যন্ত ৯৭টি আসন জিততে সক্ষম হয়েছে এবং দুপুর ২ টা পর্যন্ত দলটি ৬টি আসনে এগিয়ে রয়েছে। এবার ১৫ বছর পর এমসিডি নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হয়েছে বিজেপি।
অন্যদিকে, এই দুই দলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *