রঞ্জি ট্রফির প্রস্তুতি ম্যাচে শ্রীদাম, অর্কপ্রভের নজর কাড়া ব্যাটিং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। প্রস্তুতি ম্যাচ ঘিরে যথেষ্ট উন্মাদনা। বিশেষ করে দলের সম্ভাব্য ক্রিকেটাররা নিজেদের সেরাটা মেলে ধরার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত টিসিএ-র নব গঠিত সিলেকশন কমিটির সদস্যবৃন্দ। লক্ষ্য একটাই, জাতীয় পর্যায়ের ক্রিকেট আঙ্গিনায় ঘরোয়া আসরের বৃহত্তম টুর্নামেন্ট রঞ্জি ট্রফির জন্য রাজ্য দল গঠন। তিনদিনের প্রস্তুতি ম্যাচ চলছে এমবিবি স্টেডিয়ামে। উল্লেখ্য এবারের রঞ্জি আসরে ত্রিপুরার প্রথম খেলা হবে এখানকার এমবিবি স্টেডিয়ামেই। গুজরাটের সঙ্গে খেলা। ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আসর। তিন দিবসীয় প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনে আজ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছে টিম বি-র ক্রিকেটার তথা শ্রীদাম, অর্কপ্রভ, রিমন-রা। যথাযথ ফর্মে রয়েছে রজত দেও। বোলিং লাইন আপে নজর কেড়েছে অজয়, সঞ্জয়-রা। মনিশংকরের অলরাউন্ড পারফরম্যান্সও চোখে পড়ার মতো। রবিবারে টিম এ-র গড়া ৩০১ রানের ইনিংসের জবাবে আজ, সোমবার টিম বি দিনভর ৭৫ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে শ্রীদাম পালের শতরান এবং অর্কপ্রভ সিনহার ৮১ রান উল্লেখযোগ্য। রিমন সাহা অর্ধশতক রান পেয়েছে ৭৮ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। শ্রীদাম ১০৮ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৮ রান পেয়েছে। রীমনের ৫০ রানের পেছনে রয়েছে ৭৮টি বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মার । বোলিংয়ে অজয় সরকার  তিনটি উইকেট পেয়েছে। সঞ্জয় মজুমদার পেয়েছে দুটি উইকেট। দেবপ্রসাদ সিনহা পেয়েছে একটি উইকেট। ১০ জন বোলারের হাতেই বল দিয়ে পারফরম্যান্স দেখে নেওয়া হচ্ছে। আগামীকাল ম্যাচের তৃতীয় তথা অন্তিম দিনের খেলা শেষে নির্বাচক মন্ডলী চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে অনেকটা এগিয়ে যেতে পারবেন বলে অনুমেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *