BRAKING NEWS

রাখাল শিল্ড ফুটবল : রামকৃষ্ণকে নকআউট করে সেমিফাইনালে বীরেন্দ্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। সেমিফাইনাল উঠলো বীরেন্দ্র ক্লাব। রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে।রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত এম এল প্লাজা রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার। যে মানের ফুটবল হওয়ার কথা ছিলো, এদিন তারধারে কাছেও খেলতে পারেননি কোনও দলের ফুটবলাররা। একটি দলকে গোটা ম্যাচে অক্সিজেন দেয় মাঝমাঠের ফুটবলাররা। ওই মাঝমাঠই দখল নিতে পারলো না এদিন কোনও দলই। ফলে আক্রমণে তেমন তেজী ভাব লক্ষ্য করা যায়নি। বিক্ষিপ্ত কয়েকটা আক্রমণ ছাড়া প্রথমার্ধে খেআ ছিলো নিষ্প্রভ। কলকাতা থেকে আনা গোলরক্ষক নবকুমার ঘোষের দুর্বল গোলকিপিং রামকৃষ্ণ সমর্থকদের হতাশ করেছেন। মূলত নবকুমারের দুর্বল গোলকিপিং-‌এপর জন্য ছিটকে যেতে হলো রামকৃষ্ণ ক্লাবকে।  ম্যাচের শুরু থেকেই রামকৃষ্ণ-‌দূর্গে চিড় ধরলেও তা ভেঙ্গে পড়েনি। কিন্তু দলকে বাজে গোল হজম করিয়ে কার্যত মনোবল ভেঙ্গে দেন নবকুমার। আত্মরক্ষার ছকের মধ্যেও ‘‌জোনাল মার্কিং’ করে কৌশিক অক্ষত রেখেছিলেন রামকৃষ্ণকে। কিন্তু নবকুমার দুর্বল গোলকিপিং দেখে বীরেন্দ্র ফুটবলাররা দূরপাল্লার শটে নির্ভর করে খেললেন। আর এতে সফলও। ম্যাচের প্রথমার্ধে ড্রয়ের ছাপ রাখার মুহূর্তে অপ্রত্যাশিত গোল পেলো বীরেন্দ্র। বক্সের বাইরে সুওয়াম পুইপের‌‌ নেওয়া দুর্বল শট রামকৃষ্ণের গোলরক্ষকের হাত ফস্কে বেরুলে সামনে থাকা সুযোগ সন্ধানী জাকারিয়া হালাম এগিয়ে দেন বীরেন্দ্রকে(‌১-‌০)‌। ওই গোলের পর রামকৃষ্ণ ক্লাব বেপরোয়া হতেই ‘‌আশঙ্কা’র ছবিটা বেরিয়ে এলো আরও দ্রুত।‌ তবে রামকৃষ্ণ ক্লাব সুযোগ তৈরী করতে পারেনি এমন নয়, বেশ কয়েকটি পজেটিভ আক্রমণ করলেও বীরেন্দ্র-‌র গোলরক্ষক অলক জমাতিয়ার চওড়া হাতে আটকে যায়। এককথায় বিরক্তিকর ম্যাচে বীরেন্দ্র পেলো এক নির্ভরযোগ্য গোলরক্ষক অলককে। ৬৫ মিনিটে শিবা দেববর্মার ভাসানো বল থেকে রামকৃষ্ণ ক্লাবের রক্ষণভাগের ফুটবলার শ্রাবণ সুব্বার ভুলে ফঁাকায় বল পেয়ে বীরেন্দ্রর জয় নিশ্চিত করে দেন লালসান মাভিক হালাম (‌২-‌০)।‌‌ এদিন খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *