BRAKING NEWS

গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও ধর্না

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ নভেম্বর৷৷  রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে এবং নয় থেকে নববই ঊর্ধ শিশু বৃদ্ধাদের উপর ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে সারা সিপিআই (এম) দলের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও ধর্না সংঘটিত হয় উত্তর জেলার ধর্মনগরে৷ সোমবার দুপুর একটায় ধর্মনগর সিপিআই(এম) মহকুমা অফিস থেকে মিছিলটি বের হয়ে ধর্মনগরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এসে সমবেত হয় মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে৷ সেখানে প্রায় ঘণ্টা খানেক ধর্না প্রদর্শন করা হয়৷এদিকে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের বিভাগীয় সম্পাদিকা বিধায়ক বিজিতা নাথ বলেন, রাজ্যে বিজেপি শাসনের অপদার্থতার বিরুদ্ধে সকলকে প্রতিবাদে সামিল অত্যন্ত প্রয়োজন৷ তাছাড়া রাজ্যের দিকে দিকে খুনি ও ধর্ষণকারী দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেন৷সাথে মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করার দাবী জানান৷ সেই মোতাবেক মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা তাদের এক প্রতিনিধি দলের সাথে দেখা করেন এবং তাদের দাবি গুলি শুনেন৷ সেখান থেকে বেরিয়ে নারী সমিতির নেতৃত্বরা জানান, মহাকুমা পুলিশ আধিকারিক তাদের কথা শুনে রাজ্যে নারী নির্যাতন বন্ধে সকল ধরণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ এদিকে মহকুমা পুলিশ আধিকারিক জানান, নারী সমিতির নেতৃত্বরা রাজ্যে মহিলা সম্পর্কিত অপরাধ দমনে পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করার দাবী জানান৷সেই মোতাবেক তিনি তাদের আশ্বস্ত করে বলেন, পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করবে৷ অপরদিকে এদিনের এই বিক্ষোভ মিছিল ও ধর্না কর্মসূচীতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সংগঠনের বিভাগীয় সম্পাদিকা বিধায়ক বিজিতা নাথ, জেলা সম্পাদিকা সাথী ভট্টাচার্য, সিপিআই(এম) জেলা সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *